৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে খেলাপি ঋণ : হুসনে আরা শিখা
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:১৪
দেশে খেলাপি ঋণ ছয় লাখ কোটি টাকা ছাড়াতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি জানান, ‘আগে খেলাপি ঋণের তথ্য লুকানো হতো। এখন আমরা না লুকিয়ে সব তথ্য প্রকাশ্যে আনার চেষ্টা করছি।
এখন বলা হচ্ছে, খেলাপি ঋণ চার লাখ কোটি টাকা বা তার চেয়ে বেশি। পুরো তথ্য সামনে এলে এই পরিমাণ ছয় লাখ কোটি টাকা ছাড়াতে পারে। এই মুহূর্তে খেলাপি ঋণ কম দেখানোর কোনো চিন্তা আমাদের নেই। ব্যাংকগুলোতে তদন্ত শেষ হলে খেলাপি ঋণ কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- খেলাপি ঋণ