![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/broccoli-1-20250107130415.jpg)
নিয়মিত ব্রকলি খাওয়ার ৪ উপকারিতা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:০৭
স্বাস্থ্যকর জীবনযাপন, স্মার্ট খাওয়া এবং সামগ্রিক কল্যাণ বয়ে আনে এমন অভ্যাস গড়ে তোলার আকাঙ্ক্ষা থাকে সবারই। আপনি যদি আপনার সেই যাত্রাকে সুপারচার্জ করার জন্য কোনো সুপারফুডের সন্ধান করে থাকেন তবে ব্রকলি একটি চমৎকার পছন্দ হতে পারে। এটি পুষ্টির সমৃদ্ধ এবং নানাভাবে খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক নিয়মিত ব্রকলি খেলে কোন উপকারিতাগুলো পাওয়া যাবে-
১. পুষ্টি
ব্রকলি ভিটামিন এবং খনিজ পদার্থের ভাণ্ডার। এই সবজিতে ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট এবং ফাইবারের থাকে পর্যাপ্ত। যদিও ক্যালোরি কম থাকে। এই পুষ্টিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্যের উন্নতি এবং সামগ্রিক সুস্থতাকে সহায়তা করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।