৪০০ কোটি টাকা রাজস্বের আশা
প্রায় ৪০০ কোটি টাকা রাজস্বের আশায় ক্ষমতাচ্যুত সরকারের এমপিদের গাড়ি নেওয়ার সুযোগ দিয়েছে কাস্টমস। এসব গাড়ি নিলামের পরিবর্তে যদি সরকারের সব পাওনা পরিশোধ করে ডেলিভারি নিয়ে যায় তাহলে বিপুল অঙ্কের রাজস্ব পাবে সরকার। এর আগে এমপি সুবিধায় আসা গাড়িগুলোর ভবিষ্যৎ কী হবে জানতে চেয়ে গত ২১ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছিল চট্টগ্রাম কাস্টমস। চিঠির জবাবে এগুলো আমদানিকারককে সব ফি পরিশোধ করে নেওয়ার জন্য চিঠি দিতে বলা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এমপি কোটায় আনা গাড়ির আমদানিকারকদের উদ্দেশ্যে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা আমদানিকারকদের চিঠি দিয়েছি। চিঠি পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তাদের সরকারের নির্ধারিত শুল্ক পরিশোধ করে নিয়ে যেতে হবে। এই সময়ের মধ্যে যদি কেউ গাড়ি ডেলিভারি না নেন তাহলে নিলাম প্রক্রিয়া গ্রহণ করা হবে।’