নিম্নমানের পণ্যের কারণে নামিদামি ব্র্যান্ড বিপাকে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম উঠতেই কারও মনে হবে এখানে আন্তর্জাতিক মানের পণ্য বিক্রি হয়। দেশি-বিদেশি গুণগত মানসম্পন্ন পণ্য পাওয়া যাবে। যা সচরাচর বাজারে পাওয়া যায় না। মেলাকে ঘিরে বিদেশি পণ্যের সঙ্গে দেশীয় ক্রেতাদের পরিচিতি এবং দেশীয় পণ্যের সঙ্গে বিদেশিরা পরিচিত হবেন। তবে বাস্তবিক অর্থে উলটো চিত্র দেখা গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। মেলার ভেতরে নিুমানের পণ্য ফুটপাতের মতো করে সাজিয়ে বিক্রি হচ্ছে অবাধে। মেলায় ঢুকতেই শোনা যায় বাইছা লন একশ, যেইটা লইবেন একশ-এ রকম কোরাসে পণ্য বিক্রি হচ্ছে। দূর থেকে এ ধরনের স্লোগান শুনলে যে কারও মনে হতে পারে গুলিস্তান, ফার্মগেট অথবা নিউমার্কেটের কোনো ফুটপাতে গিয়েছেন। এ চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দর্শনার্থী। বাণিজ্যমেলার নামের আগে ‘আন্তর্জাতিক’ থাকলেও কাজে আন্তর্জাতিক মান ধরে রাখতে পারেনি বলে দাবি দর্শনার্থী ও সংশ্লিষ্টদের।
চকবাজারের বিভিন্ন মানহীন পণ্যে সয়লাব মেলার বেশির ভাগ স্টল। পণ্য নিম্নমানের হলেও দাম কয়েকগুণ বেশি। সারা বিশ্বে আন্তর্জাতিক বাণিজ্যমেলার মূল উদ্দেশ্য থাকে বিদেশি ক্রেতা-বিক্রেতা অংশ নেবেন এবং পণ্যের গুণগত মান যাচাই করবেন। পছন্দ হলে কিছু পণ্যের ক্রয়াদেশ দেবেন। অন্যদিকে দেশীয় আমদানিকারকরা আমদানির পণ্য খুঁজতে বিদেশ না গিয়ে মেলার মাধ্যমে সেই সুযোগ লুফে নেবেন। তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এ দুটি উদ্দেশ্যের কোনোটির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি ব্যবসায়ী ও মেলায় আসা দর্শনার্থীদের। মেলায় কোনো বিদেশি দর্শনার্থী বা পর্যটকও চোখে পড়ে না।
সরেজমিন গিয়ে জানা গেছে, এ বছর মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি মোট ৩৬১টি স্টল। এর মধ্যে সিঙ্গাপুর, তুরস্ক, হংকং, ইরান, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান এই সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠান মেলায় যুক্ত হয়েছে। গত আসরে মেলায় বিদেশি স্টলের সংখ্যা ছিল ৯টি। তবে ব্র্যান্ডের স্টলগুলোর চেয়ে বেশি চোখে পড়ে নিম্নমানের পণ্য ও অস্বাস্থ্যকর খাবারের দোকান। এসব নিম্নমানের পণ্যের কারণে নামিদামি ব্র্যান্ডগুলোও পড়েছে বিপাকে।