হাসিনা এত চাপে রেখেছে, কথাও বলতে দেয়নি: ফেলানীর বাবা
চৌদ্দ বছর আগে কুড়িগ্রামের ফুলবাড়ী কিশোরী ফেলানী খাতুনকে হত্যার ঘট্নায় বিচারের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার বাবা নূর ইসলাম।
তিনি বলেছেন, শেখ হাসিনার আমলে তাকে ‘এত চাপে’ রাখা হয়েছিল যে, মেয়ের বিচারের কথাও তিনি বলতে পারেননি।
সীমান্ত হত্যার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজিত এক সমাবেশে কথা বলছিলেন নূর ইসলাম।
শিক্ষার্থীরা এদিন বিশ্ববিদ্যালয় প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে মিলিত হন। সেখানে প্রতীকী সীমান্ত বানিয়ে তারা বিএসএফের হত্যাকাণ্ডের ভয়াবহতা তুলে ধরেন।
সমাবেশে নূর ইসলাম বলেন, “পাখির মতো গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল আমার মেয়ে ফেলানীকে। আমার সামনে পানি পানি বলে চিৎকার করেছিল। বিএসএফ কিছু করতে দেয় নাই।
“কাঁটাতারে পাঁচ ঘণ্টা ঝুলিয়ে রেখে নির্মমভাবে হত্যা করেছে আমার মেয়েকে। আমি কতবার বিচারের জন্য গিয়েছি। আমাকে শুধু আশ্বাস দিয়ে রেখেছে। স্বৈরাচার শেখ হাসিনা আমাদের এত চাপে রেখেছে, কোনদিন এবিষয়ে কথাও বলতে দেয় নাই।"