ফেসবুক ও ইনস্টাগ্রামে আসছে এআই ইনফ্লুয়েন্সার সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৪

ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে কনটেন্ট (আধেয়) তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। তারকাও বনে গেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের ওপর প্রভাব রাখতে সক্ষম ব্যক্তিরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। আর তাই বর্তমানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী তারকাদের কাজে লাগিয়ে পণ্যের প্রচারণা করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। বিষয়টি মাথায় রেখে এবার ইনস্টাগ্রাম ও ফেসবুক প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার তৈরি করছে মেটা।


মেটার তৈরি এআই ইনফ্লুয়েন্সারগুলো স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট তৈরির পাশাপাশি ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের আকর্ষণের পাশাপাশি টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এআই ইনফ্লুয়েন্সারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে মেটা।


মেটার জেনারেটিভ এআই পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট কনর হেইস এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা লক্ষাধিক এআই প্রোফাইল তৈরি করেছি। যেগুলো শুধু কনটেন্ট তৈরি নয়, ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। সাধারণ ইনফ্লুয়েন্সাররা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভর করে কনটেন্ট তৈরি করেন। কিন্তু আমাদের এআই ইনফ্লুয়েন্সার তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে ও তাঁদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন মাত্রার কনটেন্ট তৈরি করতে পারবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও