You have reached your daily news limit

Please log in to continue


আরাকান আর্মির নজর এখন সামরিক জান্তার অস্ত্র কারখানার দিকে

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের অ্যান টাউনশিপে অবস্থিত সামরিক জান্তার পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের সদর দপ্তরের পতন হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে পরাজিত হয়েছে দেশটির সরকারি বাহিনী। এবার জান্তার অস্ত্র উৎপাদন কারখানার দিকে নজর দিচ্ছে আরাকান আর্মি। 

গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতি।

অস্ত্র কারখানার অবস্থান

মিয়ানমারে মোট ২৫টি অস্ত্র কারখানা রয়েছে। তার মধ্যে ১৫টি মাগওয়ে প্রদেশে, ৭টি বাগো প্রদেশে, দুইটি রাজধানী নেপিদো'র তাতকোনে এলাকায় এবং একটি ইয়ানগনের তাইককি টাউনশিপে।

মাগওয়ে ও বাগো প্রদেশের দুইটি অস্ত্র উৎপাদন কারখানা ইরাবতি নদীর পশ্চিম তীরে অবস্থিত।

জেনারেল নে উইনের বার্মা সোশালিস্ট প্রোগ্রাম পার্টির (বিএসপিপি) আমলে এসব অস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরু হয়। এর আগে, ১৯৬৮ সালে তৎকালীন কমিউনিস্ট পার্টি অব বার্মাকে (সিপিবি) বড় আকারে সামরিক সহায়তা দেয় চীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন