খালেদা জিয়ার বাসভবনে মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্য সফর ঘিরে গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফিরোজায় প্রবেশ করেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করবেন তিনি।
জানা গেছে, রাত ৮টার দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে ফিরোজা থেকে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে বিকেল থেকেই গুলশানের বাসভবনের সামনে নেতাকর্মীরা ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষ জড়ো হয়েছেন।
ফিরোজায় প্রবেশের সময় মির্জা ফখরুল উপস্থিত নেতাকর্মীসহ সবার উদ্দেশে বলেন, আপনারা সুশৃঙ্খল অবস্থায় ফুটপাতে দাঁড়ান, রাস্তা ফাঁকা রাখুন।