পাঁচ মাসে গ্রেপ্তার ১৫ হাজার, বেশির ভাগ রাজনীতিক
জুলাই-আগস্টের গণহত্যা, হত্যা ও অতীতের গুম-খুন, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন মামলায় গত পাঁচ মাসে সারা দেশে প্রায় ১৫ হাজার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রাজনীতিক। এরপরই আছেন পুলিশের কর্মকর্তা। রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী আমলা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তি ও সাংবাদিক।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আন্দোলনকারী ছাত্র-জনতাকে হত্যা এবং তাঁদের ওপর হামলার ঘটনায় গত ৫ আগস্টের পর থেকে গতকাল সোমবার পর্যন্ত সারা দেশে প্রায় ২ হাজার ৩৮৫টি মামলা হয়েছে। এর পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির অভিযোগেও অনেক মামলা হয়েছে। হত্যা, হামলাসহ বিভিন্ন মামলায় গতকাল পর্যন্ত প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে শুধু অক্টোবরেই গ্রেপ্তার করা হয়েছে ৬ হাজার জনকে। গত পাঁচ মাসে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাঁরা কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মী।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বেশির ভাগ নেতা-কর্মীই আত্মগোপনে চলে যান। তাঁদের কেউ কেউ পরে গ্রেপ্তার হয়েছেন এবং কেউ কেউ বিদেশে চলে যান।