কচিকাঁচাদের মেলা বসিয়েও রিয়াল মাদ্রিদ যেভাবে ‘ফাইভ স্টার’
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩:০১
২৫, ১৯ ও ১৮—গতকাল রাতে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের তিন খেলোয়াড়ের বয়স ছিল এমন। আর রক্ষণভাগের চার খেলোয়াড়ের বয়স ছিল এমন—২৫, ১৭, ২১, ২২। পুরো একাদশে ২৫-এর ওপরে খেলোয়াড়ই ছিলেন মাত্র দুজন। ২৬ বছর বয়সী ফেদে ভালর্ভেদে এবং ৩৯ বছর বয়সী লুকা মদরিচ।
বলা যায়, পুরো দলটিতে মদরিচই বয়সের দিক থেকে বেমানান। তাঁকে বাদ দিলে বাকিদের তো কচিকাঁচাই বলা যায়। কিন্তু সেই অনভিজ্ঞতায় ভরপুর দলটিও চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে শক্তি দেখিয়েছি।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- রিয়াল মাদ্রিদ