দ্বিতীয় বিয়ের পর যেন মধুর সমস্যায় পড়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। একদল ভক্ত তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। আবার অন্য একটি দল স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার বয়সের পার্থক্য ও দু’জনের অতীত নিয়ে সমালোচনায় মেতেছেন।
বিষয়গুলো নিয়ে বরাবরের মতোই নীরব তাহসান। অতীতেও অভিনেত্রী মিথিলার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি। প্রতিবারই এই অভিনেতা থেকেছেন নীরব ভূমিকায়।
এবারও শুরু থেকেই তাই করেছেন। বিয়ে করলেও কোনো ঢাক-ঢোল পেটাননি। বরং পারিবারিক আয়োজনেই সকল অনুষ্ঠান ও কার্যক্রম সম্পন্ন করেছেন।