বিনিয়োগের পাশাপাশি প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে অংশীদারত্ব প্রয়োজন
বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে সৌদি আরবের স্বীকৃতি প্রদানের মাধ্যমে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূত্রপাত হয়। এরপর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমবিকাশমান। ভূরাজনৈতিক, অর্থনৈতিক অনুষঙ্গের পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ায় এটি সম্ভব হয়েছে। তবে অনেক সময় নানা প্রেক্ষাপটে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাধাপ্রাপ্ত হয়েছে। সম্প্রতি এ নিয়ে অভিযোগও প্রকাশ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত।
তিনি জানিয়েছেন যে বিগত সরকারের আমলে বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের জন্য চেষ্টা করেও পারেনি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত একটি তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। এমনকি প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল তিন দফায় বাংলাদেশে এলেও স্বাগত জানানো হয়নি। এর পরও সে প্রতিষ্ঠান বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী। এটি বাংলাদেশের জন্য একটি সুসংবাদই বটে।