বাজেট বাস্তবায়নে বিদেশী অর্থে নির্ভরতা বেড়েছে
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন ও বড় বড় মেগা প্রকল্পকে ঘিরে প্রতি বছরই স্ফীত হয়েছে বাজেটের আকার। যদিও এর সঙ্গে সংগতি রেখে রাজস্ব আহরণ বাড়েনি। বরং গোষ্ঠীস্বার্থে করছাড়সহ নানা সুবিধা দেয়ায় রাজস্ব হারাতে হয়েছে। এ অবস্থায় বিশাল বাজেট বাস্তবায়ন করতে গিয়ে ঋণের পাশাপাশি বিদেশী সহায়তার ওপর নির্ভরতা বেড়েছে সরকারের। এ বিদেশী সহায়তার ওপর নির্ভরতার প্রবণতা বজায় থাকতে দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও।
আগের সরকারের রেখে যাওয়া বিশাল বাজেটে সংশোধন না আনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্যমতে, চলতি অর্থবছরের বাজেট পুনর্বিবেচনার বড় সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করতে পারেনি। যদিও অতীতে বাজেট বাস্তবায়নে বিদেশী সহায়তার ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসার নজির রয়েছে বাংলাদেশের। সে সময় মূলত প্রকল্প বাস্তবায়নের জন্যই বিদেশীদের কাছ থেকে অর্থসহায়তা নিত সরকার। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরেও প্রকল্পের বাইরে বাজেট বাস্তবায়নের জন্য বিদেশীদের কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেয়া হয়নি। যদিও এর পরের অর্থবছরগুলোয় বিদেশীদের কাছ থেকে বাজেট সহায়তা গ্রহণের পরিমাণ ক্রমান্বয়ে বেড়েছে।