You have reached your daily news limit

Please log in to continue


এবার কলকাতায় এইচএমপিভি শনাক্ত

ভারতের বেঙ্গালুরুর পর এবার কলকাতায়ও ঢুকে পড়েছে চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। গতকাল সোমবার কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে এক শিশুর শরীরে শনাক্ত হয় এ ভাইরাস।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ সাধারণত ইনফ্লুয়েঞ্জা বা কোভিডের মতোই ছড়ায়। এই ভাইরাস সাধারণত শিশু, বয়স্ক এবং ইমিউনোকম্প্রোমাইজড (রোগ প্রতিরোধ ক্ষমতা কম) ব্যক্তিদের ওপর বেশি প্রভাব ফেলে। শ্বাসতন্ত্রের ক্ষতি এবং শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই, এই ভাইরাসের প্রতি সংবেদনশীল ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে।

সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারত-সহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন