You have reached your daily news limit

Please log in to continue


বিসিবিতে নতুন রোগ ‘দুর্ব্যবহার’

নাজমুল হাসান পাপন জমানায় ক্রিকেটের চেয়ে বাইরের কর্মকাণ্ডে বারবার খবরের শিরোনাম হয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। গত ৫ আগস্ট দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও বদল এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে একই সঙ্গে বিসিবি পরিচালক হয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম। পরিচালক হওয়ার দিনেই পাপনের স্থলাভিষিক্ত হিসেবে সভাপতির চেয়ারে বসেন ফারুক। 

নতুন নেতৃত্বে দেশের ক্রিকেটে পরিবর্তনটা আকাঙ্ক্ষিতই ছিল। ফারুক-ফাহিমদের তরফেও বারবার দিন বদলের আশ্বাসের বানী শোনা যাচ্ছিল। নতুন বিসিবির ঘরের মাটিতে প্রথম চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন। শুরুতেই যেন মুখ থুবড়ে পড়ল তারা। টিকিট নিয়ে ভোগান্তি, নানা অব্যবস্থাপনায় দিন বদলের বাংলাদেশের বিপিএলে কালিমা লেপে দিয়েছে যেন। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে নেতৃত্বস্থানীয়দের অর্ন্তঃকলহের বিষয়টি। 

একটু পেছনে ফেরা যাক। গত ৩০ আগস্ট বিপিএলের উদ্বোধনী দিনের খেলা শুরুর আগমুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে টিকিট নিয়ে কম হাঙ্গামা হয়নি। টিকিটপ্রত্যাশী বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের ফটকেও ভাঙচুর চালান। একই দিনে প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব (কাগজে-কলমে ব্যক্তিগত কর্মকর্তা) মাহফুজ আলম ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ ওঠে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন মাহফুজ আলম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন