অসুস্থ বৃদ্ধাকে পথে ফেলে যান বাড়িওয়ালা, ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে
জ্বরে কাঁপছিলেন বৃদ্ধা। বাড়িভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাঁকে ফেলে রেখে যান পথের ধারে। তাঁর শরীবের এক পাশ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত। কনকনে শীতে কষ্ট পাচ্ছিলেন। খবর পেয়ে গতকাল রোববার রাতে স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবী তাঁকে উদ্ধার করে পাশের কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করেন।
৬০ বছরের কাছাকাছি ওই বৃদ্ধার নাম রেহানা বেওয়া। থাকতেন নীলফামারী সৈয়দপুর শহরের বাঁশাবাড়ি মহল্লার ভাড়াবাড়িতে। অনেক আগেই স্বামী মারা গেছে তাঁর। এরপর থাকতেন একমাত্র ছেলের সঙ্গে। ২০২২ সালে ছেলেও মারা যায়। এ অবস্থায় পুত্রবধূর সঙ্গে বাঁশবাড়ি মহল্লার ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এক বছরের মাথায় পুত্রবধূ অন্যত্র বিয়ে করে চলে যান। একা হয়ে যান বৃদ্ধা রেহানা।
এদিকে প্রায় এক বছরের বাড়িভাড়া বকেয়া পড়ে রেহানা বেওয়ার। ছেলের বউ মাঝেমধ্যে কিছু টাকা পাঠাতেন। সেই টাকায় কোনো রকমে চলতেন তিনি। কিন্তু বাড়িভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না।
এমন অবস্থায় বাড়ির মালিক খড়ি ব্যবসায়ী আলিমুদ্দিন গতকাল রোববার সকালে রেহানাকে বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে কামারপুকুরের ডাঙ্গাপাড়ার রাস্তার পাশে ফেলে আসেন। সেখানে সারা দিন পড়েছিলেন। কাঁপা কাঁপা কণ্ঠে কথা বলছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৃদ্ধাশ্রম