-677b59fca3862.jpg)
কীভাবে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন প্রবীর মিত্র
যুগান্তর
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৩
ঢালিউডের রুপালি পর্দার কিংবদন্তি মুকুটবিহীন বাংলার নবাবখ্যাত অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার রাত ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। এ অভিনেতার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
এর আগে এ বর্ষীয়ান অভিনেতা বেশ কিছু দিন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রবীর মিত্র মারা যান।
এদিকে এ অভিনেতা অভিনয় জগতে আসার পর সনাতন ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। সেই সময়ের একটি ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়— আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া।