বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে পর্ষদ পুনর্গঠিত ব্যাংকগুলোর এমডিদের

বণিক বার্তা প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১০

অনিয়ম-দুর্নীতির কারণে বহুল আলোচিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো শুরু হয়েছে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে ছয় ব্যাংকের এমডিকে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক।


মূলত ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক পরিস্থিতি নিরূপণে ‘ফরেনসিক অডিট’ চালানোর জন্যই এমডিদের ছুটিতে পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।


বাংলাদেশ ব্যাংক সূত্রমতে, চলতি সপ্তাহ থেকেই এ ছয়টি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউর (একিউআর বা সম্পদমান নিরীক্ষা) জন্য ফরেনসিক অডিট শুরু হবে। এজন্য বিশ্বখ্যাত দুটি প্রতিষ্ঠান কেপিএমজি ও আর্নস্ট অ্যান্ড ইয়ংকে দায়িত্ব দেয়া হয়েছে। দুটি প্রতিষ্ঠান তিনটি করে ব্যাংকে নিরীক্ষা চালাবে। আগামী তিন মাসের মধ্যেই এ নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত হবে। বিশেষ এ নিরীক্ষা পরিচালনায় অর্থায়ন করবে এডিবি। ছয়টি ব্যাংকের নিরীক্ষা শেষ হলে বাকি ব্যাংকগুলোর নিরীক্ষা শুরু হবে। তখন ওই ব্যাংকগুলোর এমডিদেরও ছুটিতে পাঠানো হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও