এমআরসিপি পরীক্ষা নিয়ে শঙ্কায় ৪৪ চিকিৎসক
আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের মেম্বারশিপ অব দ্য রয়্যাল কলেজেস অব ফিজিশিয়ানস (এমআরসিপি) পরীক্ষার তৃতীয় বা চূড়ান্ত পর্ব। এই পরীক্ষায় ভারতের বিভিন্ন কেন্দ্রে অংশ নেবেন বাংলাদেশি ৪৪ জন চিকিৎসক। তবে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে যেকোনো ধরনের ভিসা প্রদান বন্ধ রেখেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসকদের কেউ অনলাইনে, আবার কেউ সরাসরি ভারতীয় ভিসা কেন্দ্রে গিয়ে আবেদন করলেও ভিসার বিষয়ে এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি। শুধু ভিসার কারণে এমআরসিপি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের।
রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস (আরসিপি) সূত্রে জানা যায়, বাংলাদেশসহ ১৯টি দেশের ৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে বাংলাদেশের কেন্দ্র পরীক্ষায় অংশ নিতে পারবেন ৪৫ জন চিকিৎসক, আর ভারতের নয়টি বড় শহরের কেন্দ্রগুলোতে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নেবেন বিভিন্ন দেশের ৪২০ জন চিকিৎসক। প্রতি পর্বের পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীকে আবেদনের সময় পছন্দের চারটি কেন্দ্রের নাম সংযুক্ত করা যায়। এরপর রয়্যাল কলেজ কর্তৃপক্ষ আসন বণ্টন করে। সেই হিসাবে চূড়ান্ত পর্বে বাংলাদেশের ৪৪ জনের আসন পড়েছে ভারতের কেন্দ্রে।