আগামীর বাংলাদেশ, পজিটিভ বাংলাদেশ
তারুণ্য ঝলমল বাংলাদেশ এখন এক নতুন পথের সন্ধানে। সে পথ ও মত কী বা কতটা, তার প্রমাণ মিলবে সময়ে। আপাতত আমরা এটা দেখছি, বাংলাদেশ ও তার ইতিহাস আর যা-ই মানুক, একক কোনো কিছু মানে না। এককের নামে যেকোনো দানবই আমাদের দেশে পরাজিত হয়েছে। কারণ, এই মাটি আর জাতির চরিত্রে একক দৈত্য বা দানবের জায়গা নেই। অতিকায় কিছু নয়, সাধারণ মানুষের মনের কথা বুঝলেই বাংলাদেশকে জানা সম্ভব।
বাংলাদেশ সব সময় একটি মায়াময় সমাজের দেশ। বাইরে থেকে যত ইন্ধন আর উসকানি থাক না কেন, মানুষ ভুল করে না। এই মানুষ বা জাতির স্বপ্ন আর আশা বাস্তবায়ন করা গেলেই ঝলমল করে উঠবে বাংলাদেশ। একটা কথা বলা দরকার—বাংলাদেশ স্বাধীন ও আশাপ্রিয় জাতির দেশ। তার স্বপ্ন আর ভবিষ্যৎ সেদিক থেকে অসীম।
- ট্যাগ:
- মতামত
- উসকানিমূলক
- উসকানি দাতা
- উসকানি