You have reached your daily news limit

Please log in to continue


আবু সাঈদ হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে বেরোবির ৫৬ শিক্ষার্থী বহিষ্কার

কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বেরোবি প্রশাসন। একইসঙ্গে ১৫ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী এ সিদ্ধান্তের কথা জানান।

এছাড়া, সাঈদ হত্যা, হামলা, ভাঙচুর ও সাঈদের মৃত্যুর জন্য দায়ী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

আজ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সভা চলে।

শাস্তিপ্রাপ্ত ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে, বাকি ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন