স্বাস্থ্য-ফিটনেসকেন্দ্রিক সোশ্যাল মিডিয়া ফিটসোমনিয়া
উদীয়মান স্বাস্থ্য সচেতন প্রজন্মকে সামনে রেখে এক নতুন মাত্রার ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ফিটসোমনিয়া। এটি স্বাস্থ্য, ফিটনেস ও ওয়েলনেসকেন্দ্রিক সোশ্যাল মিডিয়া অ্যাপ। যেখানে শুধু স্বাস্থ্য, ফিটনেস আর নতুন প্রজন্মের এই অ্যাপে রয়েছে অত্যাধুনিক এআই ফিচার, স্পট/নট ফিচার, পোল ফিচার, ডায়েট ফিচারসহ বেশকিছু অত্যাধুনিক ফিচার। যা আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজতর করে তুলবে।
এ ছাড়াও অ্যাপে রয়েছে চ্যালেঞ্জ ও বিশেষ অফার, যার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন বিশেষ পুরস্কারও।
ফিটসোমনিয়া কীভাবে কাজ করে?
অত্যাধুনিক এআই চ্যাটবট
ফিটসোমনিয়ার বিশেষ আকর্ষণ হলো “উজ্জীবক”, যা এআই-চালিত এক ভার্চুয়াল ফিটনেস সহকারী। ব্যক্তিগত ওয়ার্কআউট পরামর্শ, ডায়েট পরিকল্পনা, এমনকি মানসিক অনুপ্রেরণা পর্যন্ত— সবই প্রদান করে এই চ্যাটবট। প্রতিটি ব্যবহারকারীর দৈনন্দিন রুটিন, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য বিশ্লেষণ করে আলাদা আলাদা কাস্টমাইজড পরামর্শ দেয় চ্যাটবট।
স্পট/নট ফিচার
স্পট/নট ফিচারের মাধ্যমে ফিটসোমনিয়ায় ইচ্ছেমতো জিমপার্টনার বেছে নিতে পারবেন। এ ফিচারের সাহায্যে নতুন বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি মিলবে সঠিক মোটিভেশন ও সাপোর্ট।