অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবর নেহাতই গুঞ্জন ছিল...
কয়েক মাস ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে সরগরম বলিপাড়া। সাম্প্রতিক সময়ে অবশ্য একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে বিচ্ছেদ নিয়ে জল্পনার গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন এই তারকা দম্পতি। এবার একসঙ্গে তাঁদের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। অন্তর্জালে ভিডিওটি দেখে অনেকেই বলছেন, তাঁদের বিচ্ছেদের খবর নেহাতই গুঞ্জন ছিল।
কিছুদিন আগে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের মেয়ে আরাধ্যর স্কুলের অনুষ্ঠানে।
তারপরও কিছু সমালোচকের মত, সম্ভবত মেয়ের জন্যই দুজনে এক হয়েছেন। তবে নতুন ভিডিও দেখে মনে হচ্ছে দুই তারকার ব্যক্তিগত সম্পর্কই ঠিকই আছে। নতুন ভিডিওতে ঐশ্বরিয়া বা আরাধ্যকেই নয়, অভিষেক বচ্চনকেও দেখা গিয়েছে তাঁদের সঙ্গে। স্ত্রীর জন্য গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকলেন অভিনেতা।
অভিষেকও হাসিমুখে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে পাপারাজ্জিদের হাতজোড় করে নতুন বছরের শুভেচ্ছা জানান। তারপর একই গাড়িতে বাড়ির দিকে রওনা দেন তাঁরা।