You have reached your daily news limit

Please log in to continue


আরিফুর রহমান তুহিনের পরিবারকে লাঞ্ছনার প্রতিবাদ নাগরিক কমিটির

আরিফুর রহমান তুহিন ও তার পরিবারকে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির দাবি চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করাএ কারণেই তুহিন ও তার পরিবার হেনস্তার শিকার হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক-উস-সালেহীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে নাসিম উদ্দিন আকনের কর্মীরা ও সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আকন বিএডিসির খাল কাটা কর্মসূচির ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে আরিফুর রহমান তুহিনের ভাই আতিকুর রহমান কাইউম তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত মাসজুড়ে প্রতিনিয়ত মামুন আকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভুক্তভোগীর বাড়িতে দেশীয় অস্ত্রসহ হানা দেয় এবং কাইউমকে খুঁজতে থাকে। তাকে বাসায় না পেয়ে অভিযুক্তরা তার বাবা-মাকে গালাগাল করে এবং তাদের কাজে বাধা দিলে তুহিন ও কাইউমকে দেখে নেওয়ার হুমকি দেয়। এছাড়াও, নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না বলে জানিয়ে দেয় সন্ত্রাসীরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলে তারা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের বাড়িতে যান। এরই মধ্যে স্থানীয় লোকজন চলে আসলে সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন