শক্তিশালী ‘পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব আইজিপির
দুর্নীতি ও আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই নিজেদের জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকেই একটি শক্তিশালী স্বাধীন 'পুলিশ কমিশন' গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পুলিশের শীর্ষস্থানীয় পদগুলোতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও পুলিশের কর্মকাণ্ড তদারকির দায়িত্বে থাকবে এই কমিশন। এতে করে রাজনৈতিক আনুগত্য বিবেচনায় পদোন্নতি ও নিয়োগের পুরোনো সংস্কৃতির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পুলিশ সংস্কার কমিশনের প্রধানের কাছে এই খসড়া প্রস্তাব জমা দিয়েছেন। পুলিশের প্রয়োজনীয় সংস্কারের জন্য সফর রাজ হোসেনের নেতৃত্বে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন।
গত ২৯ ডিসেম্বর আইজিপি বাহারুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা একটি পুলিশ কমিশন গঠনসহ বিভিন্ন সংস্কারের প্রস্তাব পুলিশ সংস্কার কমিশনে দিয়েছি।'
কমিশনের লক্ষ্য হল পুলিশ যেন নিরপেক্ষ, স্বাধীন এবং জন-আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকে তা নিশ্চিত করা। এছাড়াও, এর লক্ষ্য আইনের শাসন এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা।