You have reached your daily news limit

Please log in to continue


দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ ও মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এবং সকাল পৌনে ১০টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। গতকাল শনিবার দিবাগত রাত একটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এবং রাত ১১টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ঘন কুয়াশার কারণে দুই দিন ধরে নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। পরে এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৯ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকার পর গতকাল সকালে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়। গতকাল রাত থেকে ঘন কুয়াশার কারণে আবার এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, টানা কয়েক দিন ধরে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় ১০ ঘণ্টা পর আজ বেলা পৌনে ১১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের ঘাট এলাকায় দুই শতাধিক বিভিন্ন ধরনের ঢাকামুখী যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষা করছিল। একইভাবে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কের ঘাট এলাকায় বেশ কিছু গাড়ি ফেরির জন্য অপেক্ষা করে। তবে বিকল্প পথ হিসেবে পদ্মা সেতু দিয়ে দূরপাল্লার কিছু যাত্রীবাহী পরিবহন চলাচল করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন