ভারত ও বাংলাদেশে আটকে থাকা ১৮৫ জেলে অবশেষে যার যার দেশে ফিরতে চলেছেন।
রোববার বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগেই জানিয়েছেন।
বিভিন্ন সময়ে আটক হওয়া ৯০ জন বাংলাদেশি জেলে ভারতে বন্দি রয়েছেন। আর বাংলাদেশের কারাগারে আছেন ৯৫ জন ভারতীয় জেলে। রোববার তাদের যার যার দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
আনন্দবাজার জানিয়েছে, শনিবার সকালেই ১২ জন বাংলাদেশি জেলেকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে। পারাদীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে ৭৮ জনকে। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তাদের তুলে দেওয়া হবে।
অন্যদিকে, বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকেও একইভাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তাদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা বলে তথ্য দিয়েছে আনন্দবাজার।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক খবরে বলা হয়, ভারতীয় জলসীমায় ‘অবৈধভাবে’ মাছ ধরার অভিযোগে ১০ ডিসেম্বর ৭৮ নাবিকসহ দুটি বাংলাদেশি ট্রলার আটক করে দেশটির কোস্ট গার্ড। এরপর তাদের উড়িষ্যার প্যারা দ্বীপে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।