You have reached your daily news limit

Please log in to continue


২ লাখ মানুষের চিকিৎসায় ৪ জন ডাক্তার, সেবা দিচ্ছেন ফার্মাসিস্ট

চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়েছে পঞ্চগড় তেঁতুলিয়ার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্যসেবা। মাত্র ৫ জন চিকিৎসক দিয়ে চলছে দুই লাখ মানুষের চিকিৎসা। এতে করে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ২৫০-৩০০ রোগী চিকিৎসা নিতে ভিড় করছেন। কেউ ভাগ্য গুণে চিকিৎসা নিতে পারলেও অনেকে ডাক্তারের দেখা না পেয়েই হাসপাতালের দন্ত চিকিৎসক, ফার্মাসিস্ট ও সহকারীদের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। 

কেউ বাধ্য হয়ে অর্থ খরচ করে পাশের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডাক্তার দেখাচ্ছেন। উপজেলায় একটি সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও কেন চিকিৎসক সংকটে দুর্ভোগে পড়তে হবে এমন প্রশ্ন সচেতন নাগরিক মহলের।

জনসংখ্যার দিক থেকে দেশের এই সীমান্তবর্তী উপজেলায় প্রায় ২ লাখ মানুষের বসবাস। বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য একমাত্র ভরসাস্থল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে এ হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। এছাড়া এ হাসপাতালটির থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। জরুরি রোগীদের অনেক পথ পাড়ি দিয়ে জেলা সদর হাসপাতালে নিতে হয়। সেখানেও বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের রেফার্ড করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে অনেক রোগীই যাত্রাপথেই মারা যান। এ ভোগান্তি আর শঙ্কা নিয়ে চলতে হয় তেঁতুলিয়ার লক্ষাধিক মানুষকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন