স্বাস্থ্যসেবায় যেভাবে বিপ্লব ঘটাচ্ছে রোবট
রোবট এখন আর শুধু কল্পবিজ্ঞানের উপাদান নয়। আধুনিক যুগে ওষুধের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে রোবট। ডাক্তারদের নির্ভুলতার সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসা করতে এবং অস্ত্রোপচার করতে সহায়তা করছে এরা।
স্বাস্থ্যসেবাকে বদলে দিয়েছে মেডিকেল রোবোটিক্সের সাম্প্রতিক বিভিন্ন অগ্রগতি। বিভিন্ন চিকিৎসা পদ্ধতিকে উন্নত করার মাধ্যমে রোগীর সেরে ওঠাকে আরও নিরাপদ ও কার্যকর করেছে এসব রোবট।
মেডিসিনে রোবোটিক্সের সবচেয়ে সুপরিচিত বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে একটি হচ্ছে, অস্ত্রোপচারে সহায়তা করা। সার্জনদের বিস্ময়করভাবে নির্ভুলতার সঙ্গে অপারেশন করতে সাহায্য করে ‘ভিঞ্চি সার্জিকাল সিস্টেমে’র মতো বিভিন্ন ‘রোবোটিক সার্জিকাল সিস্টেম’।
ছোট আকারের টুল ও ক্যামেরা দিয়ে সাজানো এসব রোবট, যা দূর থেকেও নিয়ন্ত্রণ করতে পারেন ডাক্তাররা। অপারেশনের সময় দেহের কোনো অংশ কাটার আকার কমিয়ে দেয় এ প্রযুক্তিটি। ফলে এতে ব্যথা কম হওয়া, দ্রুত সময়ে সেরে ওঠা ও রোগীদের জন্য সংক্রমণের ঝুঁকিও কমে আসে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
গবেষণায় দেখা গেছে, ইউরোলজি, গাইনোকোলজি ও কার্ডিওলজির মতো চিকিৎসা ক্ষেত্রে রোবোটের সাহায্যে করা বিভিন্ন অপারেশন বিশেষভাবে কার্যকর।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রোবট
- চিকিৎসা সেবা