আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহির হতে হবে : জোনায়েদ সাকি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫

আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহির হতে হবে বলে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ৫৩ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, কিন্তু দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। যদি ক্ষমতার জবাবদিহি থাকে তাহলেই আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে।


তিনি বলেন, ক্ষমতা এত দিন চলেছে ফ্যাসিবাদী কায়দায়, এটাকে পরিবর্তন করতে হবে।


শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে ‘নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ শীর্ষক গণসংলাপে জোনায়েদ সাকি এসব কথা বলেন।


সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ।


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। আগামী সংসদে কী কী মৌলিক পরিবর্তন হবে, সেগুলো আমাদের আলোচনা করতে হবে।’


তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও