বিসিএস চাকরিপ্রার্থীরা দয়া নয়, ন্যায়বিচার চান

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৬

সরকারি চাকরিতে নিয়োগে ৪৩তম বিসিএসে একবার গেজেটভুক্ত হয়েও পরে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় বাদ পড়া ২২৭ প্রার্থীকে চাকরি ফেরত পেতে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি দেখে মনে হবে, সরকার ২২৭ চাকরিপ্রার্থীর প্রতি খুবই দয়া দেখিয়েছে। কিন্তু তাঁরা তো দয়া চান না, ন্যায়বিচার চান। 


এখানে মৌলিক প্রশ্ন হলো গেজেটভুক্ত হওয়ার পর তাঁদের নাম বাদ দেওয়ার এখতিয়ার কি সরকারের আছে? তাঁদের বিরুদ্ধে কি কোনো ফৌজদারি মামলা ছিল? কিংবা কোনো মামলায় কি তঁাদের শাস্তি হয়েছে? যদি না হয়ে থাকে, যাঁদের নাম একবার গেজেটভুক্ত করা হয়েছে,  সরকার তাঁদের কাউকে বাদ দিতে পারে না।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি আপত্তিকর ও শর্তযুক্ত। এতে বলা হয়, ‘ইতিমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত আছে।’


 প্রথম দফার প্রজ্ঞাপনে নাম থাকায় অনেকে পুরোনো চাকরি ছেড়ে দিয়েছেন। এখন সরকারি চাকরির তালিকা থেকেও তাঁদের বাদ দেওয়া হয়েছে। তাহলে কোথায় যাবেন?


এ কলাম লেখার সময় আওয়ামী লীগ আমলে বিভিন্ন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যাঁরা নিয়োগ পাননি, তাঁদের বিষণ্ন চেহারা চোখের সামনে ভাসছে। ২০২২ সালের ৮ জানুয়ারি প্রথম আলোর উপসম্পাদকীয় লিখেছিলাম, ‘বিসিএস উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আহাজারি’। সেবার চাকরি না পাওয়া ৮৪ জনের কথা লিখেছিলাম। এবারের সংখ্যাটি ২২৭। এটাই হলো গণতান্ত্রিক শাসনে উত্তরণ। সে সময় কয়েকজন চাকরিপ্রার্থী প্রথম আলো অফিসে এসে তাঁদের করুণ অভিজ্ঞতা বর্ণনা করে বলেছিলেন, ‘আমাদের জন্য কিছু একটা করুন। আমরা অন্য চাকরি না নিয়ে বিসিএস পাস করে কি অন্যায় করেছি? সরকার চাকরি দেওয়ার বদলে এখন আমাদের “দেশদ্রোহী” হিসেবে চিহ্নিত করছে। এত বড় অন্যায় কি মেনে নেওয়া যায়?’ এবারেও টেলিফোনে অনেকে তাঁদের দুঃখ ও বেদনার কথা জানিয়েছেন। 



প্রথম কথা হলো, সাময়িকভাবে অনুপযুক্ত ঘোষণা করল কে? চাকরিপ্রার্থীরা নিজেরা পরীক্ষার ফল প্রকাশ করে নিজেদের উপযুক্ত ঘোষণা করেননি। ১৫ অক্টোবরের ঘোষণাটিও স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে আসেনি। এসেছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকারের পক্ষ থেকে। পুনর্বিবেচনার আবেদনপত্র আহ্বানের আগে তো সরকারকে স্বীকার করতে হবে, গেজেটভুক্ত হওয়ার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়াটা ন্যায়সংগত হয়নি। 


২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরপর আবেদন, প্রিলিমিনারি, লিখিত, ভাইভাসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ২৫ জানুয়ারি ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। পরে যাচাই-বাছাই শেষে ৯৯ জনকে বাদ দিয়ে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


গেজেট প্রকাশ অন্তর্বর্তী সরকারের আমলেই হয়েছে। অতএব, এ কথা বলার সুযোগ নেই যে যাঁরা বাদ পড়েছেন, আওয়ামী লীগ সরকার তাঁদের অন্যায়ভাবে তালিকাভুক্ত করেছিল। এটা ছিল প্রথম প্রজ্ঞাপন। দ্বিতীয় প্রজ্ঞাপন এল ৩০ ডিসেম্বর। এতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দেওয়া হলো। 


সরকারের এ সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। প্রথম আলোর খবর অনুযায়ী, বাদ পড়া ২৬৭ জনের মধ্যে প্রায় ২০০ জন বুধবার সচিবালয়ের সামনে অবস্থান নেন। পরে জনপ্রশাসনসচিবের সঙ্গে তাঁদের আলোচনার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হবে।


স্বাস্থ্য পরীক্ষায় যাঁরা অংশ নেননি, তাঁদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু অন্যদের বাদ দেওয়া হলো কিসের ভিত্তিতে? তাঁরা কি সবাই আওয়ামী লীগ সমর্থক? যদি হয়েও থাকেন, তাহলে এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বৈষম্যমূলক নীতি ও আচরণকেই বৈধতা দেওয়া হলো। মানে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের আদর্শবিরোধী এবং বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের আদর্শের অনুসারী কোনো কর্মকর্তা সরকারি চাকরি করতে পারবেন না। যাঁরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা কেউ আওয়ামী লীগপন্থী বা বিরোধী হিসেবে নয়, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও