You have reached your daily news limit

Please log in to continue


‘পাথরের খনি’ এখন কঙ্কাল

প্রায় ৫০০ একর জায়গাজুড়ে শাহ আরেফিন টিলা এলাকার অবস্থান। আড়াই দশক আগেও এখানে উঁচু বড় আকারের দুটি টিলা ছিল। টিলায় মাটির নিচে স্তরে স্তরে ছিল ছোট-বড় অসংখ্য পাথর। তাই স্থানীয় বাসিন্দাদের অনেকে স্থানটিকে ডাকতেন ‘পাথরের খনি’। চূড়া আর টিলার ভাঁজে ভাঁজে ছিল সবুজ গাছপালা। তবে একসময় স্থানটিতে চোখ পড়ে ‘পাথরখেকো’দের। ধীরে ধীরে সাবাড় হতে থাকে পাথর। সুউচ্চ টিলার জায়গায় এখন গভীর গর্ত। চক্রটি খোঁড়াখুঁড়ি করে টিলা দুটির অন্তত ৮৫ শতাংশ জায়গা থেকে পাথর আর মাটি লুট করে নিয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি খাস খতিয়ানে ১৩৭ দশমিক ৫০ একর জায়গায় শাহ আরেফিন টিলার অবস্থান। কথিত আছে, প্রায় ৭০০ বছর আগে হজরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সফরসঙ্গী হজরত শাহ আরেফিন (রহ.) খাসিয়া পাহাড় এলাকা পরিভ্রমণকালে পাহাড়-টিলার চূড়ায় বিশ্রাম নিতেন। শাহ আরেফিনের একটি ‘আসন’ (বিশ্রামের স্থান) হিসেবে পরিচিতি থেকে ওই টিলার নামকরণ হয়েছে শাহ আরেফিন টিলা। লালচে, বাদামি ও আঠালো মাটির এ টিলার নিচে রয়েছে বড় বড় পাথরখণ্ড। এসব পাথর উত্তোলন করতেই চলছে ধ্বংসযজ্ঞ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন