![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/07112024_DCT_DHAKA_05ll.jpg)
আকুপ্রেশারে ঘাড় ও কাঁধের ব্যথা কমে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৩১
আধুনিক জীবনে কম্পিউটার ও মোবাইল ফোন ডিভাইস হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব ডিভাইস এমনভাবে মোহগ্রস্ত করেছে যে তা ছাড়ার কথা ভাবা যায় না। এ দুটি ডিভাইস ব্যবহারের কারণে অনেক শারীরিক সমস্যা হয়। সেগুলোর মধ্যে ঘাড়ের সমস্যা অন্যতম। সাধারণত দীর্ঘ সময় ঘাড় নিচু করে ডিভাইস চালানো হয়। এমন চলতে থাকলে মেরুদণ্ডের সমস্যা দেখা দেয়। এর ফলে সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস বা সার্ভিক্যাল অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এটি মেরুদণ্ড (ঘাড়) শক্ত করে দেয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- আকুপ্রেসার