নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করা ঠিক হবে না
সংস্কারক কে? প্রধান উপদেষ্টা নাকি উপদেষ্টা পরিষদ? যিনি সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হবেন, তাকে ঠিক করতে হবে কোথায় কোন ধরনের সংস্কার তিনি করতে চাচ্ছেন। কোন সংস্কার তার এখতিয়ারাধীন আর কোন সংস্কার তার এখতিয়ারবহির্ভূত, সেটাও তাকে জানতে হবে। এখতিয়ারবহির্ভূত কোনো সংস্কারে হাত না দেওয়াই সর্বোত্তম পন্থা। এখতিয়ারাধীন বিষয়ের মধ্যে যে কাজগুলো অতিদ্রুত শুরু করে দেওয়া যায়, সে কাজগুলো একমুহূর্ত সময় নষ্ট না করে শুরু করে দিতে হবে। দেশের সেরা যোগ্য ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া গেলে, অতিদ্রুত সেটা নিষ্পত্তি করতে হবে। সরকারের দলনিরপেক্ষ ভূমিকা অক্ষুণ্ন রাখতে হবে, সব নিয়োগ-পদায়নে তার প্রতিফলন ঘটাতে হবে। শক্তিশালী সরকার এবং সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
সেনাবাহিনীকে মাঠে রেখে (সেনা কর্মকর্তাদের মেজিস্টেরিয়াল ক্ষমতাসহ) শান্তিশৃঙ্খলার উন্নয়ন সাধন করা না গেলে কখন কীভাবে সেটা করা যাবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে এতদিনে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের শান্তিশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হতো। ঢাকা শহরসহ সমগ্র দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সমগ্র জাতি হতাশাগ্রস্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে থেকে নিরাপদে দেশত্যাগের পর স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতি সেটাকে অভিনন্দিত করতে পারেনি। সচিবালয়ের ৭নং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সমগ্র জাতি স্তম্ভিত। সচিবালয়ের ইতিহাসে এই প্রথম এরূপ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
- ট্যাগ:
- মতামত
- নির্বাচন
- সংস্কার প্রস্তাব
- সংস্কার