নতুন বছরে মন্দা কাটবে কি?
আজ ২০২৫ সালের ৪ জানুয়ারি, শনিবার। চারদিকে খবর আর খবর। রাজনীতির খবর, সমাজ ও কৃষির খবর। রয়েছে অর্থনীতির, ব্যাংকের বড় বড় খবর। সমস্যা হলো, কোনটা রেখে কোনটার ওপর লিখি। ২০২৪ সালের অর্থনীতির ওপর লিখতে হলে শুরু করতে হবে ২০২০ সাল থেকে-করোনা পরবর্তীকাল থেকে। করোনার পরপরই আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রয়েছে মধ্যপ্রাচ্যে গাজা-ইসরাইল যুদ্ধ। সবকিছুর প্রভাব পড়েছে ২০২৪ সালে। একেবারে অর্থনৈতিক উত্তপ্ত অবস্থা। অর্থনীতির কোনো সূচকই নেই যা আক্রান্ত হয়নি।
জিডিপি, আমদানি-রপ্তানি, ডলারের মূল্য, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, খারাপ ঋণ, আমদানি সংকোচন, রপ্তানির হিসাবে গরমিল থেকে শুরু করে সবকিছুই হয়ে যায় এলোমেলো। মুদ্রা সংকোচন নীতি গৃহীত হয়। ঋণের ওপর সুদের হার বৃদ্ধি পায়। বেসরকারি বিনিয়োগ হ্রাস পায়। মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাস পায়। এসব দ্বারা অর্থনীতির সব ক্ষেত্র প্রভাবিত হয়। সাধারণ মানুষের দৃষ্টিতে সবচেয়ে বড় ইস্যু ছিল কয়েক বছর ধরে চলমান মূল্যস্ফীতি, যা এখন আকাশচুম্বী। এসবের প্রভাব থাকে সারা বছর। এ প্রেক্ষাপটে ২০২৪ সাল সেই অর্থে ছিল ঘটনাবহুল।
- ট্যাগ:
- মতামত
- অর্থনৈতিক মন্দা
- মন্দাভাব