হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয় যেভাবে
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হওয়ায় প্রায়ই হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় মেটা প্লাটফর্ম মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ব্যক্তিজীবনের পাশাপাশি কর্মজীবনের অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদান করা হয় মাধ্যমটিতে। এজন্য নিজের অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হতে পারে ও নিরাপদ রাখা যায় সে সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত জরুরি। যেভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে—
ম্যালওয়্যার ইনস্টল
হ্যাকাররা যে সবসময় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সরাসরি হ্যাক করে তা কিন্তু নয়। কখনো কখনো ডিভাইসে ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) ইনস্টলের মাধ্যমে এ অপরাধ তারা করে। কি-বোর্ডে যা টাইপ করা হয়, তা হতে পারে যেকোনো বার্তা, ইউজারনেম বা পাসওয়ার্ড—সেসব কিলগার (রেকর্ডিং সফটওয়্যার) ব্যবহার করে ট্র্যাক করা সম্ভব। কিছু ম্যালওয়্যার তো হোয়াটসঅ্যাপের বার্তা পড়তে পারে এবং সেগুলো হ্যাকারদের পাঠিয়ে থাকে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মেসেজিং অ্যাপ
- হ্যাকিং
- হোয়াটসঅ্যাপ