কতটা শক্তিশালী করনিংয়ের গরিলা গ্লাস সেভেনআই

বণিক বার্তা প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩২

ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিনের সুরক্ষায় কয়েক মাস আগে গরিলা গ্লাস সেভেনআই উন্মোচন করে স্মার্টফোন গ্লাস তৈরির জন্য সুপরিচিত কোম্পানি করনিং। প্রতিষ্ঠানটির দাবি, মজবুত এ গ্লাস ফোনকে আঁচড় ও পড়ে যাওয়ার ক্ষতি থেকে রক্ষা করে। এটি বিশেষত মিড-রেঞ্জের ফোনের জন্য উপযুক্ত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।


করনিং সম্প্রতি জানিয়েছে, একই ধরনের অন্যান্য গ্লাসের তুলনায় গরিলা গ্লাস সেভেনআই দ্বিগুণ বেশি স্ক্র্যাচ-প্রতিরোধী। এটি এক মিটার উচ্চতা থেকে ওপর পড়েও টিকে থাকতে পারে। তবে কোম্পানিটি বলেছে, গরিলা গ্লাসটি ল্যাবরেটরিতে যেসব পরীক্ষার মাধ্যমে শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে, বাস্তব জীবনের পরিস্থিতিতে সে ফলাফল সবসময় একই রকম নাও হতে পারে। ভিন্ন ধরনের শক্তি বা কোণ থেকে পড়ার কারণে গ্লাসটি ভেঙে যেতে পারে। যদি গ্লাসটি ভেঙে যায়, সেটি ফিজিক্যাল ড্যামেজ হিসেবে ধরা হবে। এক্ষেত্রে ডিভাইসের ওয়ারেন্টির আওতায় না-ও আসতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও