‘কাল হো না হো’ নিয়ে যে কারণে আফসোস করণের
বণিক বার্তা
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৬
ধর্মা প্রডাকশন প্রযোজিত সিনেমা কাল হো না হো। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে। শাহরুখ খান, প্রীতি জিনতা ও সাইফ আলী খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আদভানি।
কিন্তু এ সিনেমার গল্প বলার ধরন, ভিজুয়াল, কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কৌতুক ইত্যাদি দেখে মনে হয় সিনেমাটি করণ জোহরের পরিচালনা করা। তার বহু ভক্ত আজও মনে করে সিনেমাটি করণেরই পরিচালিত। তবে সিনেমাটি নিয়ে আফসোস করেন করণ। কেননা চিত্রনাট্য লিখলেও তিনি সিনেমাটি পরিচালনা করেননি। করণের এখন মনে হয় কাল হো না হো তিনি পরিচালনা করতে পারতেন। জীবনের একটা মাইলফলক তিনি মিস করেছেন।