শুধু শীতের সময় একটা প্রেমিক চান স্বস্তিকা
শীতকে বলা হয় সবচেয়ে উপভোগ্য ঋতু। শীত পড়া শুরু করলেই গোসল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসাত্মক ঘটনা শুরু হয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ার যুগে যেন আরও বেশি ছড়িয়ে পড়েছে। এবারের শীতে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখপাধ্যায় তার মনের চাওয়া নিয়ে আলোচনায় এসেছেন।
স্বস্তিকা ভারতীয় একটি গণমাধ্যমে তার ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষ্যে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে এক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, ‘আমার প্রতিবার বছরের শুরুতে মনে হয়, সারা বছরের জন্য দরকার নেই, কিন্তু এই শীতের সময়টাতে যেন একটা প্রেমিক থাকে।’
স্বস্তিকা আরও বলেন, ‘এটা এই এখন মনে হয়েছে তা নয় কিন্তু। আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দিস (আমি এটি সব সময়ই অনুভব করি), ধরো গত দশ বছর ধরুন এটা মনে হয়েছে। সারাবছর থাকার দরকার নেই। পূজাটা শেষ হয়ে যেই হেমন্ত পড়বে- সেই সময় থেকে বসন্তকাল পর্যন্ত একটা প্রেমিক থাকুক। তারপর না থাকলেও চলবে। প্রতিবারই খুব গরমে প্রেমটা হয়। যখন দরকার তখন থাকে না। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। এটাই জীবনের সত্যি।’