You have reached your daily news limit

Please log in to continue


রমজানের ইবাদতের প্রস্তুতি রজব থেকেই

চান্দ্রবর্ষের ইসলামি আরবি সপ্তম মাস হলো রজব। এ মাসের পূর্ণ নাম আর রজবুল মুরাজ্জাব। রজব অর্থ সম্ভ্রান্ত, প্রাচুর্যময়, মহান। মুরাজ্জাব অর্থ সম্মানিত। আর রজবুল মুরাজ্জাব মানে হলো প্রাচুর্যময় সম্মানিত মাস। রজব মাসের আরেকটি বিশেষণ হলো মুদার, যার অর্থ বহুবিধ কল্যাণের সম্মিলন।

রজব ও শাবান হলো জোড়া মাস। এ দুই মাসকে একত্রে রজবান বা রজবাইন অর্থাৎ রজবদ্বয় বলা হয়। রমজানের আগে এই দুই মাস ইবাদত ও আমলের জন্য অত্যন্ত উপযোগী এবং বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। (লিসানুল আরব)

চান্দ্রবর্ষের আরবি ১২ মাসের মধ্যে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা ১২টি; এর মধ্যে  ৪টি বিশেষ সম্মানিত।’ (সুরা তাওবা, আয়াত: ৩৬)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন