ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ডলারের আধিপত্যকে ঝুঁকিতে ফেলছে কি
ব্রিকসের সদস্য দেশ ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা এক নতুন অভিন্ন মুদ্রা প্রচলন নিয়ে ২০২৩ সালে আলোচনা করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ৭৫ বছর ধরে বিশ্বে আধিপত্য বিস্তারকারী মার্কিন ডলারের বিকল্প মুদ্রা প্রচলনের পক্ষে জোরালো মত দেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অক্টোবরের ব্রিকস সম্মেলনে একটি প্রতীকী ব্রিকস নোট তুলে ধরে এ ধারণা সমর্থন করেন। আশা করা যাচ্ছে, ব্রিকসের নতুন সদস্য দেশ মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতও এ মুদ্রা গ্রহণ করবে।
এরই মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ব্রিকস মুদ্রা প্রচলনের প্রস্তাবটি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তেজিত করে তুলেছে। ডলারের বিকল্প মুদ্রার প্রচলন বা সমর্থন করা হলে তিনি ব্রিকসের দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সতর্ক করে বলেন, ‘আমরা চাই ব্রিকস দেশগুলো অঙ্গীকার করুক তারা নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা ডলারের বিকল্প কোনো মুদ্রাকে সমর্থন করবে না; নতুবা তাদের শতভাগ শুল্ক প্রদান করতে হবে।’