ফের চালুর প্রস্তুতি সেতাবগঞ্জ সুগার মিলে, এলাকায় প্রাণচাঞ্চল্য
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪০
চার বছর বন্ধ থাকার পর আবার আখ মাড়াই তথা চিনি উৎপাদনে যাচ্ছে দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিল। চিনিকলটি জেলায় সরকারি ভারী শিল্পের একমাত্র প্রতিষ্ঠান। তাই সেটি পুনরায় চালুর সংবাদে শ্রমিক-কর্মচারীসহ এলাকার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
আখ সরবরাহে স্বল্পতা এবং লোকসানের অজুহাতে ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন সরকার মিলের আখ মাড়াই স্থগিত করেছিল। তবে স্থানীয়দের অভিযোগ- বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এবং রাজনৈতিক কারণে মিলটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে গণআন্দোলনে সরকার বদলের পর চলতি বছরের ১৫ ডিসেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করে মিল চালুর ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চিনিকল
- সুগার