![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2025-01-03%252Flouklum0%252F526363-01-02.jpg%3Frect%3D0%252C0%252C5499%252C3666%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
আবার ক্যাচ বিতর্ক— বাঁচলেন কোহলি, স্মিথ বললেন ‘১০০ ভাগ নিশ্চিত ক্যাচ ছিল’
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৯
মেলবোর্ন টেস্টের শেষ দিনে যশস্বী জয়সোয়ালের আউট নিয়ে বিতর্কের রেশ শেষ না হতেই অস্ট্রেলিয়া-ভারত সিরিজে আবারও ক্যাচ-বিতর্ক। এবার সিডনি টেস্টের প্রথম দিনের সকালেই ক্যাচ দিয়ে বাঁচলেন বিরাট কোহলি। তবে বলে যিনি ফিল্ডার ছিলেন, সেই স্টিভেন স্মিথের দাবি ওটা ‘১০০ ভাগ নিশ্চিত ক্যাচ ছিল।’
যথারীতি এ ঘটনায়ও সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা দু ভাগ হয়ে গেছেন। মার্ক ওয়াহ, মাইকেল ভনদের মতে কোহলি আউটই ছিলেন। কিন্তু ইরফান পাঠান ও মার্ক নিকোলাসরা মনে করেন আম্পায়ার নটআউট দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
- ট্যাগ:
- খেলা
- অস্ট্রেলিয়া-ভারত
- ক্যাচ
- বিরাট কোহলি