সোহরাওয়ার্দী উদ্যানেই বসছে বইমেলা
বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যগত অংশ হচ্ছে অমর একুশে বইমেলা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভাষা আন্দোলনের স্মৃতিকে জাগ্রত রাখার জন্য মাসব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়। তবে, সাম্প্রতিক বছরগুলোতে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা ঘিরে ‘সাংস্কৃতিক বলয়’ তৈরির প্রকল্পকে সামনে রেখে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন নিয়ে আপত্তি জানায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সেই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে জানায়, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই ‘অমর একুশে বইমেলা, ২০২৫’ আয়োজন করতে হবে। তবে, শেষ পর্যন্ত তারা এ সিদ্ধান্ত থেকে সরে আসে। ইতোমধ্যে বইমেলার আয়োজনে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে বাংলা একাডেমি।
সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা
গত বছরের ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতেই অমর একুশে বইমেলা, ২০২৫ এর জন্য বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বলে জানানো হয়।
মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা- ৩ এর উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, ২০২৩ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা, ২০২৫ এর আয়োজন করতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অমর একুশে গ্রন্থমেলা