সোহরাওয়ার্দী উদ্যানেই বসছে বইমেলা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ২২:২০

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যগত অংশ হচ্ছে অমর একুশে বইমেলা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভাষা আন্দোলনের স্মৃতিকে জাগ্রত রাখার জন্য মাসব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়। তবে, সাম্প্রতিক বছরগুলোতে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা ঘিরে ‘সাংস্কৃতিক বলয়’ তৈরির প্রকল্পকে সামনে রেখে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন নিয়ে আপত্তি জানায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।


সেই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে জানায়, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই ‘অমর একুশে বইমেলা, ২০২৫’ আয়োজন করতে হবে। তবে, শেষ পর্যন্ত তারা এ সিদ্ধান্ত থেকে সরে আসে। ইতোমধ্যে বইমেলার আয়োজনে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে বাংলা একাডেমি।


সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা


গত বছরের ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতেই অমর একুশে বইমেলা, ২০২৫ এর জন্য বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বলে জানানো হয়।


মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা- ৩ এর উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, ২০২৩ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা, ২০২৫ এর আয়োজন করতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও