পালাবদলের নতুন বাঁকে রাজনীতির মঞ্চ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ২২:১৭

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালাবদলের নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতির মঞ্চ, যেখানে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্ত চান ৩৬ দিনের সফল এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা।


তাদের ভাষায়, প্রচলিত রাজনীতি গত ৫৩ বছর ধরে জাতিগোষ্ঠিকে ‘বিভক্ত’ করে রেখেছে; এখন তারা চান নানা মতের ও নানা বিশ্বাসের মানুষকে একই ধারায় এনে নতুন রাজনীতির বয়ান তৈরি করতে।


সে কারণে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণায় উদ্যোগী হয়েছিল ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর তাতে বাহাত্তরের সংবিধান ও আওয়ামী লীগের রাজনীতিকে ‘অপ্রাসঙ্গিক’ করার কথা বলেছেন ছাত্র নেতারা।


বাংলাদেশকে নতুন এক বাস্তবতায় এনে দাঁড় করিয়ে দেওয়া ২০২৪ সালের শেষদিন ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের কাছ থেকে।


পরে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ‘ঘোষণাপত্র’ তৈরির প্রতিশ্রুতি আসায় কর্মসূচি বদলান নেতারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও