আওয়ামী স্বৈরাচারের দোসররাই দেশের ভিতর থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
বৃহস্পতিবার বিকালে গুলশান ২ নম্বর গোল চত্বরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গুলশান বনানী ভাষাণটেক ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা আশা করেছিলাম, আপনারা দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন; কিন্তু আমরা জানি না কোনো অজানা অদৃশ্যের কারণে আপনারা এখনো সেই আওয়ামী লীগের দোসরদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন।