এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার ‘হটস্পট’ কেন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৫
ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়েটি দুর্ঘটনার ‘হটস্পটে’ পরিণত হয়েছে।
মুন্সীগঞ্জ সড়ক বিভাগের তথ্যমতে, এই এক্সপ্রেসওয়েতে ২০২২ সালের জুন থেকে এ পর্যন্ত ৯৯০টি দুর্ঘটনার ১৪০ জন নিহত ও এক হাজার ৪৪৫ জন আহত হয়েছেন।
জেলার হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ বলছে, এক্সপ্রেসওয়েটিতে গত এক বছরে ৬৮টি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে; আহতের সংখ্যা দেড় শতাধিক।