ওয়েবক্যাম সুরক্ষিত রাখার কৌশল
বণিক বার্তা
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১০:১২
উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা সহজেই তাদের ওয়েবক্যামের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। সাধারণ কিছু উপায় অবলম্বন ও সচেতনতার মাধ্যমে প্রয়োজনীয় ডিভাইসটি ব্যবহারে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সম্ভব। নির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করলে সহজেই এর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। মেকইউজঅবের প্রতিবেদনে উইন্ডোজ ১১-তে ওয়েবক্যামের সুরক্ষায় নিচের সতর্কতাগুলো মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে—
অ্যাপের ক্যামেরা অ্যাকসেস বন্ধ রাখা: উইন্ডোজ ১১-তে নির্দিষ্ট অ্যাপের ক্যামেরা অ্যাকসেস বন্ধ করতে সেটিংস খুলে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ সেকশনে গিয়ে ক্যামেরা অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘লেট অ্যাপস অ্যাকসেস ইউর ক্যামেরা’ অপশন থেকে প্রয়োজনীয় অ্যাপগুলোর টগল বন্ধ করতে হবে। অ্যাপগুলোয় পুনরায় ক্যামেরা অ্যাকসেস পেতে চাইলে একই পদ্ধতিতে টগলটি চালু করতে হবে।