বছরের প্রথম দিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮৬ রোগী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ২২:৫৮

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ জন। মশাবাহিত এ রোগে এই সময়ে কারো মৃত্যুর খবর আসেনি।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৬ জন, ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে চার জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, খুলনা বিভাগে চার জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, বরিশাল বিভাগে ১৫ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছরের শেষে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৩৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১৭ জন; ৩১৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও