সাইবার অপরাধীরা তথ্য চুরি ও অর্থ হাতিয়ে নিতে ‘ফিশিং’ হামলা চালিয়ে থাকে। এ জন্য সাইবার অপরাধীরা সাধারণত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ক্ষতিকর ওয়েব ঠিকানা বা লিংকযুক্ত বার্তা পাঠিয়ে থাকে। অনেক সময় বিভিন্ন উপহার বা ছাড়ের প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করে তারা। লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। আর এই ফিশিং হামলার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের তুলনায় আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউট। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ১৮ দশমিক ৪ শতাংশ আইওএস অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে ফিশিং হামলা করা হয়েছে। একই সময়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ফিশিং হামলা হয়েছে ১১ দশমিক ৪ শতাংশ।
লুকআউটের তথ্যমতে, প্রাতিষ্ঠানিক কাজে আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের জনপ্রিয়তা বেশি থাকায় ফিশিং হামলা বেশি হয়ে থাকে। ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত ১৯ শতাংশ আইওএস যন্ত্র অন্তত একবার ফিশিং হামলার শিকার হয়েছে। একই সময়ে অ্যান্ড্রয়েড যন্ত্রের ক্ষেত্রে এ হার ছিল মাত্র ১ দশমিক ৯ শতাংশ। এই নিরাপত্তাঝুঁকি আইওএস যন্ত্রে থাকা নিরাপত্তা–ঘাটতির কারণে হয় না। অ্যান্ড্রয়েডের তুলনায় আইওএস যন্ত্রের জনপ্রিয়তাই এর অন্যতম কারণ।
You have reached your daily news limit
Please log in to continue
অ্যান্ড্রয়েডের তুলনায় আইওএস যন্ত্রে ফিশিং হামলা বেশি হয়, কারণ কী
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন